লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুই দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞানমেলার উদ্বোধন করা হয়েছে। রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসন চত্ত্বরে আজ দুপুরে মেলার উদ্বোধন করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, রায়পুর পৌরসভার মেয়র হাজী ইসমাইল খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. মাইনুদ্দিন, রায়পুর মার্চ্চেন্টস্ একাডেমির প্রধান শিক্ষক মো. আলী পাটওয়ারী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। মেলায় ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার