বগুড়ার শেরপুর উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাপায় এইচ এম সোহরাওয়াদ্দী হোসেন খোকা নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে শেরপুরের কলেজরোড নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত খোকা শেরপুর উপজেলার পৌরশহরের প্রফেসর পাড়া এলাকাকার বাসিন্দা ও শেরপুর ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক ছিলেন।
এদিকে ঘটনার প্রতিবাদে ওই কলেজের শিক্ষার্থীরা কলেজরোড এলাকায় গতিরোধক নির্মাণের দাবিতে কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাজার করে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামী একটি বালুবোঝাই ট্রাকের চাপায় তিনি মারা যান। এ ঘটনায় ট্রাক ও চালক হোসেন আলীকে আটক করা হয়েছে। চালক হোসেন আলী দুপচাঁচিয়া উপজেলা সদরের তমিজ উদ্দিনের ছেলে।
বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল