বগুড়ার শেরপুর উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃতরা হলেন- কুঁড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালাকান্দি গ্রামের ওসমান আলীর ছেলে মকবুল হোসেন ও তার স্ত্রী লিলি খাতুন এবং শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের জমসের আলীর ছেলে নুনরুন্নবী শেখ।
বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, গত সোমবার গভীর রাতে উক্ত পরিমান গাঁজা নিয়ে মকবুল হোসেন ও তার স্ত্রী লিলি খাতুন বনমরিচা গ্রামের নুরুন্নবীর বাড়িতে আসে। সেই বাড়ি থেকে তারা স্থানীয় খোর ও ব্যবসায়ীদের কাছে গাঁজা বিক্রি করার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়রা টেপ পেয়ে গাঁজাসহ তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে আজ ভোর রাতে গিয়ে পুলিশ তাদের আটক করে থানায় আনে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার