জাটকা ইলিশ মাছ বিক্রির অপরাধে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারে নয়ন আলী (৩৯) নামের এক মাছ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই ব্যবসায়ীর ১৬ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করে স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। ব্যবসায়ী নয়ন আলী ঈশ্বরদী উপজেলার মুশরি পাড়ার মুনছের প্রমাণিকের ছেলে।
উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের নের্তৃত্বে গোপালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মৎস্য অফিসার দীন মোহাম্মদ আসাদুল্লাহসহ মৎস্য বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার