তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোড মার্চ করছে বাসদ। রোড মার্চের দ্বিতীয় দিনে রবিবার বেলা ১১ টায় বগুড়া সাতমাথায় সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বগুড়া জেলা আহ্বায়ক কমরেড অ্যাড. সাইফুল ইসলাম পল্টু।
বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ, কমরেড জাহেদুল হক মিলু, কমরেড রাজেকুজ্জামান রতন, বাসদ নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, বগুড়া জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল মুক্তিযোদ্ধা মাহফুজুল হক দুলু, শিক্ষাবিদ শ্যামল ভট্টাচায্য, সিপিবি বগুড়া জেলা সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম গণসংহতি আন্দোলন জেলা সমন্বয় আব্দুর রশিদ, বিপ্লবী ওর্য়াকাস পার্টি জেলা নেতা শান্ত প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দখল, দূষণ ও ভ্রান্তনীতির কারণে ১২ নদী কমে ২৩০ এ নেমে এসেছে। নদী এখন খালে পরিণত হয়েছে। দেশের চতুর্থ বৃহত্তম নদী তিস্তায় এবারে শুস্ক মৌসুম আসতে না আসতেই পানি প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে। বিগত কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ ক্রমান্বয়ে কমে আসছে। তিস্তা ব্যারেজের বিভিন্ন ক্যানেলের মাধ্যমে ১ লাখ ১০ হাজার হেক্টর জমিতে যে সেচ সুবিধা প্রদান করা হত তা কমতে কমতে ইতিমধ্যেই বন্ধ হওয়ার পথে। এভাবে চলতে থাকলে নদীমাতৃক সুজলা-সুফলা-শস্য-শ্যামলা বাংলাদেশ অনিবার্যভাবে মরুভূমিতে পরিণত হবে। বক্তারা তিস্তাসহ সকল নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সোচ্চার হওয়ার আহবান জানান।
বাসদের রোড মার্চ ঢাকা থেকে শনিবার রাতে বগুড়ায় এসে পৌঁছায়। বিভিন্ন স্থানে পথসভা শেষে রংপুরে রাত্রিযাপন করা হবে। ৯ এপ্রিল সকাল ১০টায় রংপুর প্রেস ক্লাব থেকে মেডিকেল মোড়, পাগলাপীর, বড়ভিটা, জলাঢাকা, ভাদরুদরগা, ডিমলা, শুটিংবাড়ি, তিস্তা ব্যারেজ গিয়ে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাপনী সমাবেশ থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাসদ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/৮ এপ্রিল, ২০১৮/ফারজানা