টেকনাফে এক শীর্ষ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুর সাড়ে ১২টায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক কাঞ্চন কান্তি দাস সঙ্গীয় ফোর্স নিয়ে শীলখালী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হচ্ছেন বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার আবুল মনজুরের ছেলে মো. সোলাইমান (৪৫)। তার বিরুদ্ধে ২০১৫ সালে দায়ের হওয়া ২টি মানব পাচারের মামলা (জি আর – ৩১৩/১৫ এবং জি আর – ৩০৬/১৫) রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক কাঞ্চন কান্তি দাস।
বিডি-প্রতিদিন/৮ এপ্রিল ২০১৮/হিমেল