হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ।
রবিবার দুপুরে শহরের শিরিষতলা প্রাঙ্গণ থেকে জেলা যুবলীগের উদ্যোগে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায়, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক বিপুল রায়, সফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
প্রসঙ্গদ, গত ৩ এপ্রিল বিকেলে বানিয়াচং উপজেলা যুবলীগের অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ জেলা যুবলীগের নেতাকর্মীরা মোটর সাইকেলসহ গাড়িবহর নিয়ে শহরে ফেরছিলেন। পথিমধ্যে বানিয়াচং সড়কের সুনারু এলাকায় তাদের ওপর হামলা হয়। এতে যুবলীগ নেতা আক্তার মিয়াসহ ২০ নেতাকর্মী আহত হন। আহত নেতাকর্মীদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ সময় দুর্বৃত্তরা তাদের ৪টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে।
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল, ২০১৮/মাহবুব