ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে স্কুলের ভাগাভাগি নিয়ে সংঘর্ষে প্রধান শিক্ষকসহ ৩জন আহত হয়েছে। এদের মধ্যে আহত অবস্থায় প্রধান শিক্ষক সাজেদুর রহমান ও শরীর চর্চা শিক্ষক আব্দুল আলীমকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় মসিউর রহমান মিঠু নামে আরেক শিক্ষককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বর জাহাঙ্গীর হোসেন জানান, রবিবার দুপুরে প্রধান শিক্ষক নিয়োগের ২০ লাখ টাকা ব্যাংকে রাখা ও ভাগাভাগি নিয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজেদুর রহমানের সঙ্গে বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মসিউর রহমান মিঠুর তর্কবির্তক হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শরীর চর্চা শিক্ষক আব্দুল আলীম যোগ দিলে তিনিও আহত হন।
প্রধান শিক্ষক সাজেদুর রহমান অভিযোগ করেন, স্কুলের অর্থ ব্যাংকে না রেখে কিছু শিক্ষক ভাগ বাটোয়ারা করতে চায়। এটা করতে আমি বাধা দেওয়ায় সমাজ বিজ্ঞানের শিক্ষক মসিউর রহমান ও শরীর চর্চা শিক্ষক আব্দুল আলীম আমাকে মারপিট করে জখম করে।
হরিণাকুন্ডু থানার ওসি কে এম শওকত হোসেন ঝিনাইদহ জানান, জুনিয়র সিনিয়রদের মধ্যে দ্বন্দ্বের কারণে শিক্ষকদের মধ্যে এই মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে নিয়ে বসবেন বলেও জানান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন