টেকনাফে পৃথক অভিযানে দুই শীর্ষ মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার আবুল মনজুরের ছেলে মোঃ সোলাইমান (৪৫)।
আজ রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক কাঞ্চন কান্তি দাস সঙ্গীয় ফোর্স নিয়ে শীলখালী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সোলাইমানের বিরুদ্ধে ২০১৫ সালে দায়ের হওয়া ২টি মানব পাচারের মামলা (জি আর – ৩১৩/১৫ এবং জি আর –৩০৬/১৫) রয়েছে। গ্রেফতারকৃত সোলাইমানকে আদালতে প্রেরনের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক কাঞ্চন কান্তি দাস।
অপরদিকে একই দিনে দুপুর আড়াই টার দিকে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় পল্লী বিদ্যুতের অফিসের সামনে অভিযান চালিয়ে শীর্ষ মানবপাচারকারী বাঘুকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মানবপাচারকারী হচ্ছেন সাবরাং ইউনিয়নের কচুঁবনিয়া এলাকার ফজল আহমদের ছেলে ইমান হোসেন ওরফে বাঘু (৩৫)। গ্রেফতার বাঘুর বিরুদ্ধে ইয়াবা ও মানবপাচারের একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত শীর্ষ মানবপাচারকারী বাঘু দীর্ঘদিন পলাতক থাকারপর অবশেষে টেকনাফ থানার পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর