নোয়াখালী-ফেনী রুটে স্বল্প ভাড়ায় যাত্রী পরিবহনের সুবিধার্থে চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন।
নতুন এই সার্ভিসে বিআরটিসির দ্বিতল দুটি বাস প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মোট চার বার নোয়াখালীর ভাটিরটেক থেকে ফেনী সদর হাসপাতাল পর্যন্ত যাত্রী আনা নেয়া করবে। যাত্রীদেরকে ভাড়া দিতে হবে ৫০ টাকা করে।
রবিবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিআরটিসি বাস সার্ভিস আনুষ্ঠানিক উদ্বোধন শেষে একটি বাস ফেনীর উদ্দেশ্যে ছেড়ে যায়। একই সময় ফেনী থেকে অপর একটিন বাস নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়।
নোয়াখালীতে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ বিপিএম- সেবা, নোয়াখালী পৌরসবার মেয়র শহিদ উল্লাহ খান সোহেল, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন