বাগেরহাটে অধিগ্রহণকৃত জমিতে থাকা বসত বাড়িসহ বিভিন্ন স্থাপনার ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ দুপুরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড় বাঁশবাড়িয়া গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বলেন, ভেড়িবাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের ৩৫/৩ পোল্ডারে জমি অধিগ্রহণ করে। অধিগ্রহণকৃত জমির উপর দিয়ে ভেড়িবাঁধ নির্মাণ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না হেনান ওয়াটার ইঞ্জিনিয়ারিং। জমিন মালিকদের ৫টি পরিবারের বসত ঘরের কোন ক্ষতিপূরণ না দিয়ে ওইসব ঘর ভেঙে ফেলেছে। মানববন্ধনে অধিগ্রহণকৃত জমিসহ তার উপরে থাকা বসত ঘরের ক্ষতিপূরণের দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইদ্রিস আলী তালুকদার, জসিম হাওলাদার, হেমলা খাতুন, সেলিম তালুকদার, গোলাম মোস্তাফা প্রমুখ। মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে বড় বাঁশবাড়িয়া গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার