নাটোরের গুরুদাসপুরে স্ত্রী নাসিমা বেগমকে (২১) হত্যার দায়ে স্বপন প্রামাণিক (২৮) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত স্বপন প্রামাণিক গুরুদাসপুর উপজেলার মসিন্দা শিকারপাড়া গ্রামের খোদা বক্স প্রামাণিকের ছেলে। মামলায় খালাস পেয়েছেন অপর দুই আসামি স্বপনের বাবা খোদা বক্স প্রামাণিক (৪৬) ও মা সুকজান বেগম (৩৭)। নিহত নাসিমা বেগম একই উপজেলার মুরাদপুর গ্রামের মাসেম মন্ডলের মেয়ে।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর ( পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, ২০১৬ সালের ২৬ এপ্রিল বিকেল পাঁচটার দিকে নাসিমার সাথে তাদের নিজ বাড়িতে গাছের পেয়ারা পারাকে কেন্দ্র করে শশুড় ও শাশুড়ীর সাথে ঝগড়া হয়। এরই জের ধরে স্বপন তার স্ত্রী নাসিমাকে বেদম মারপিট করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে গুরুদাসপুর হাসাপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে এঘটনায় নিহতের বাবা মাসেম মন্ডল বাদি হয়ে স্বামী, শশুড় ও শাশুড়ীকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন।
মামলাটি প্রথমে গুরুদাসপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম তদন্ত করেন। পরে পুনরায় নাটোর সিআইডির উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৯ এপ্রিল আদালতে চার্জসীট দাখিল করেন।
এ মামলায় আদালতের বিচারক ২৩ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণ শেষে অপররাধ প্রমাণিত হওয়ায় স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শশুড়-শাশুড়ীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
বিডি প্রতিদিন/এ মজুমদার