আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীরা একজোট হয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও রাঙামাটি জেলা সভাপতি দীপংকর তালুকদার।
তিনি বলেন, পাহাড়ে নির্বাচনের সময় আওয়ামী লীগের জয়কে বাধাগ্রস্ত করতে চলতি বছরের তৃণমূল পর্যায়ে বৈঠক করেছে নামধারী সশস্ত্র সন্ত্রাসীরা। সম্প্রতি রাঙামাটি জেলা, উপজেলায় আওয়ামী লীগ নেতাদের উপর হত্যাযজ্ঞ, গুম, খুন অপহরণ ও নির্যাতন করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আওয়ামী লীগের দল ছাড়তে বাধ্য করা হচ্ছে। কারণ একটাই পাহাড়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের অবৈধ সুবিধা বন্ধ হয়ে যাবে। তাই পাহাড়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে দলের নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রেখে কাজ করার পরামর্শ প্রদান দেন তিনি।
রবিবার দুপুরে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মিলনায়তনে রাঙামাটি জেলা যুব মহিলা লীগের সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এসব কথা বলেন।
রাঙামাটি জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি নার্গিস মাহাজাব, দপ্তর সম্পাদক বীণা চৌধুরী, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল প্রমুখ।
দীপংকর তালুকদার আরও বলেন, শান্তি চুক্তি করেছে আওয়ামী লীগ, চুক্তি বাস্তবায়ন করবে তারা। চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়নও করেছে সরকার। এখন চুক্তির সফরতা ভোগ করছে এ অঞ্চলের মানুষ।
এর আগে রাঙামাটি জেলা যুব মহিলা লীগের সন্মেলন উদ্বোধক করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন