ফরিদপুরের মধুখালীতে একটি যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালিয়ে ২৪ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
রবিবার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার শার্শা উপজেলার অহেদ আলী সরদারের পুত্র মো. শাহজাহান আলী সরদার ও তার স্ত্রী পারভীন খাতুন।
মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, সাতক্ষীরার বাগআঁচড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহনে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে তল্লাশি করা হয়। এ সময় যাত্রী বেশে ফেনসিডিল ব্যবসায়ী শাহজাহান আলী সরদার ও তার স্ত্রী পারভীন খাতুনকে ২৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল, ২০১৮/মাহবুব