কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের কোস্টগার্ড সাগরে অভিযান চালিয়ে ৩১ কোটি টাকা মূল্যের ৬ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার ভোরে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড এর সহকারী গোয়েন্দা পরিচালক আব্দুল্লাহ আল মারুফ রবিবার বিকালে জানান, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনদ্বীপ কোস্টগার্ড স্টেশনের লেঃ কমান্ডার তানভীরের নেতৃত্বে কোস্টগার্ডের একটি টহল টিম ছেড়াদ্বীপের দক্ষিণ সাগরে একটি সন্দেহজনক ফিশিং ট্রলারকে থামার সংকেত দেয়। এসময় ট্রলারটি সংকেত অমান্য করে পালিয়ে গেলে কোস্টগার্ড ট্রলারটিকে ধাওয়া করে।
তিনি আরও বলেন, একপর্যায়ে ট্রলার থেকে ৪টি বস্তা সাগরে ফেলে ফিশিং ট্রলারটি পালিয়ে যায়। এসময় সাগরে ভাসমান অবস্থায় বস্তাগুলো উদ্ধার করে বস্তার ভিতর থেকে ৬ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩১ কোটি টাকা। উদ্ধার ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর