কক্সবাজারের টেকনাফ শাপলাপুরে র্যাবের অভিযানে ২৩ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকেরা হলেন শীলবুনিয়া পাড়ার শাকের আহমেদের ছেলে মোঃ সোহেল আহমেদ (১৯), শাহপরীরদ্বীপের কালুর ছেলে মোঃ আলম (২২), ডেইল পাড়া এলাকার জালাল আহমদের ছেলে মোঃ রহমত উল্লাহ (২৭)।
রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিনের নেতৃতে টেকনাফে শাপলাপুর এলাকায় মাদক ব্যবসায়ীরা একটি পিকআপ করে (চট্টমেট্রো-ন-১১-৫১৯৫) ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে গমনকালে তল্লাশী চালায়। এ সময় আসামীদের পরিহিত জিন্স প্যান্টের পকেট ও পিকআপ এর চালকের সিটের উপর বিশেষ ভাবে লুকানো অবস্থায় ২৩ হাজার ৫৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মেজর রুহুল আমিন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মাদকসহ আটক ট্রাক ও আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর