নার্সকে ফাঁসাতে গিয়ে নাটোরের ‘আল সান’ বেসরকারি হাসপাতালের মালিক ও পরিচালক শফিউল আলম বাবলু নিজেই ফেঁসে গেছেন। নার্সের অশ্লীল ভিডিও ধারণ করে সেটি দেখিয়ে ধর্ষণের অভিযোগে পুলিশ বাবুলকে গ্রেফতার করে।
এদিকে, সংখ্যালঘু নারীকে ধর্ষণের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে নাটোর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। তবে হাসপাতাল মালিক বাবুলকে ছাড়িয়ে নিতে তৎপর রয়েছে একটি মহল।
এর আগে শনিবার রাতে গ্রেফতারের পর বাবুলের কাছে থেকে ভিডিও চিত্রটি জব্দ করে পুলিশ। ধর্ষিতা নার্স বাদী হয়ে শফিউল ইসলাম
বাবলুর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করে।
নাটোর সদর থানার ওসি মশিউর রহমান বলেন, নার্সকে ধর্ষণের অভিযোগে আল সান হাসপাতালের মালিক ও পরিচালক শফিউল আলম বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক ভাবে আমরা কিছু আলমত পেয়েছি, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। বাবুলের বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণের ভিডিও চিত্র ধারণ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার