কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভেতর থেকে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত ৮টার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকা থেকে এই অভিনব কায়দায় মোটর সাইকেলে ইয়াবাগুলো পাচারকালে উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মোটরসাইকেলে করে ইয়াবা পাচার হচ্ছে খবর পেয়ে একদল পুলিশ নিয়ে তাৎক্ষণিক অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পয়ে দুই মাদক পাচারকারী পালিয়ে যায়। এসময় তাদের ফেলে যাওয়া মোটর সাইকেলের চাকা খুলে টায়ারের ভেতর থেকে ১৭০ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়। পরে গণনা করে ওই প্যাকেটে ১৭হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন।
বিডিপ্রতিদিন/ ই-জাহান