টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা অভিযান চালিয়ে ৫৮ লক্ষ টাকার কারেন্ট জালসহ এক নারীকে আটক করেছে।
জানা যায়, রবিবার বিকালে কক্সবাজার র্যাব-৭ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইকং এলাকার নাফনদী থেকে চোরাই কারেন্ট জালের চালান অনুপ্রবেশের সময় ২৯শ পাউন্ড কারেন্ট জালসহ এক নারীকে আটক করে। আটকৃত নারী নাম আসমা খাতুন (৪০)। সে স্থানীয় তুলাতলীর মৃত জামাল হোসেনের স্ত্রী।
আটকৃত কারেন্ট জালের বাজার মূল্য ৫৮ লাখ টাকা। উদ্ধারকৃত কারেন্ট জালসহ ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান