খুলনার তেরখাদা উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম মওলা (৫০) নিহত হয়েছেন। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় কৃষকলীগ নেতা ঝিলু মিয়া মুন্সী ও গোলাম মওলার মধ্যে পূর্ব শত্রুতা ও বাকবিতন্ডার জের ধরে আজ সকালে উপজেলার আটালিয়া গ্রামের খামার বিল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে গোলাম মওলার দলের সমর্থক লিপি বেগম (৪৫), সোহেল শেখ (২৫), সাবিনা ইয়াসমিন (৪০) ও গোলাম মওলার ছেলে খালিদ শেখ (২৫) আহত হয়েছেন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত গোলাম মওলার ছেলে আহত খালিদ শেখ জানান, পূর্ব শত্রুতার জের ধরে সকালে ঝিলু মুন্সী ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে আমার বাবাকে কুপিয়ে জখম করেন। তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল ২০১৮/হিমেল