চাকরির কোটা পদ্ধতি সংস্কারসহ ৫ দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কর্নকাঠী এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ সৃষ্টি করে শিক্ষার্থীরা।
এসময় তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। মহাসড়ক অবরোধের ফলে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে জনসাধারণ। তবে পুলিশ থাকায় কোন ধরনের সহিংসতা হয়নি। বেলা ১২টার দিকে স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতাসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।
কোটা পদ্ধতি সংস্কার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত ছিলো।
এদিকে একই দাবিতে সকাল সাড়ে ১০টা দিকে বরিশাল বিএম কলেজের সামনে অবরোধ করে শিক্ষার্থীরা। কোটা পদ্ধতি সংস্কার হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএম কলেজ শিক্ষার্থীরা। এর আগে গত রবিবার রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ রাখে শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার