ফেনীর দেওয়ানগঞ্জ রেল ক্রসিং এলাকা থেকে সোমবার সকালে অজ্ঞাতপরিচয় (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আলীম জানান, সকালে মরদেহটি রেল লাইনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠায়।
তিনি আরও জানান, মরদেহের মাথায় আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর সঠিক কারণ জানা।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল ২০১৮/ওয়াসিফ