ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রাম থেকে নুপুর (১৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, এক বছর আগে মাধবপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে মামুন মিয়ার সাথে বিয়ে হয় নুপুরের। গত শনিবার নুপুর বাবার বাড়িতে বেড়াতে যান। রবিবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। নুপুরের পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাননি। সোমবার ভোরে গৌরিপুর কবরস্থানের আমগাছে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে নুপুরকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নুপুরের বাবা মুকাদ্দেস হোসেন জানান, তার মেয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।
লাশ উদ্ধারকারী পুলিশের এসআই আবুল হোসেন জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৯ এপ্রিল ২০১৮/এনায়েত করিম