মাদারীপুরের শিবচরে শিমুল গাছ থেকে তুলা সংগ্রহ করার সময় গাছ থেকে পড়ে এক তুলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মান্নান ঢালী দীর্ঘদিন ধরে বিভিন্ন গাছ থেকে তুলা সংগ্রহ করে শিবচর বাজারে বিক্রি করতেন বলে জানা যায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ দুপুরে শিবচর পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা তুলা ব্যাবসায়ী মান্নান ঢালী (৬৫) তুলা সংগ্রহ করতে এলাকার একটি শিমুল গাছে উঠে। তুলা সংগ্রহকালে অসাবধানতাবসত গাছ থেকে পিছলে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার