লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পিইসি ও জেএসসি পরীক্ষায় A+ প্রাপ্ত শতাধিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল উপজেলা ছাত্রলীগ। আজ সকাল ১১ ঘটিকায় উপজেলার জোনাকী আইডিয়াল স্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি A+ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক আজিজ জনির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক মনজুর হোসেন সুমন, উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদউল্লাহ বিএসসি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক কৌশিক আহমেদ সোহেল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু নোমান, সাধারণ সম্পাদক সাইজুদ্দিন মোল্যা, চর আবাবিল এস.সি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির আলম, জোনাকী আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মাইনুদ্দিন মোল্যা প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার