ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন পলাশবাড়ি ও কবিরাজ হাট এলাকায় মূলা বীজের উৎপাদন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কৃষক মাঠ দিবস উপলক্ষে রফিক সীডস'র মূলা বীজ ক্ষেতসহ বিভিন্ন ক্ষেত পরিদর্শন করেন কৃষি কর্মকর্তারা। এরপর পলাশবাড়ি এলাকায় কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও রফিক সীডস'র পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন, কৃষি অফিসার আনিসুর রহমান প্রমুখ। আলোচনায় বেশ কয়েকজন কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রফিক সীডস ঠাকুরগাঁওসহ আশপাশের বেশ কয়েকটি জেলায় মূলা বীজসহ বিভিন্ন ফসলের উন্নতমানের বীজ উৎপাদন করে আসছে। কৃষকরা রফিক সীডস এর বীজ ক্রয় করে রোপন করার পর ভালো ফলনও পাচ্ছেন। তাই কৃষি কর্মকর্তারা রফিক সীডস'র সাফল্য কামনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার