কোটা প্রথা সংস্কারের দাবিতে দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
‘কোটা প্রথা নিপাথ যাক মেধাবীরা মুক্তি পাক’, ‘বৈষম্যের জাল ছিড়তে হলে কোটা ব্যবস্থার সংস্কার করতে হবে’, ‘শিক্ষা জাতির মেরুদন্ড আর মেধা জাতির মানদন্ড’, ইত্যাদি স্লোগান সামনে রেখে হাবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীরা এ স্লোগান দেয়।
মহাসড়কে হাবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সড়ক অবরোধে শিক্ষার্থীদের ঢল নামে। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক শত শত শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন।
আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নেতৃত্ব দেন জুয়েল আহমেদ, দ্বীপ, মান্নান, মুসফিক প্রমুখ শিক্ষার্থীরা।
এদিকে ওই মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ চলাকালীন সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে দূর দূরান্ত থেকে আসা বাস যাত্রীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার