ময়মনসিংহের ফুলপুরে সম্প্রতি কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। কিন্তু উপজেলা পর্যায়ে চিকিৎসার কোন ভ্যাকসিন সরবরাহ নেই। ভ্যাকসিন সরবরাহ না থাকায় চরম হয়রানির শিকার হচ্ছেন মফস্বলের রোগীরা।
উপজেলা হাসপাতালে গিয়ে দেখা যায়, কুকুরে কামড় খাওয়া রোগীর ভিড়। উপজেলার ধলি গ্রামের আজিম উদ্দিনের শিশু কন্যা সাদিয়া (৭) ও ভাইটকান্দি গ্রামের সায়মা বেগমসহ (৫৮) ৪ জন রোগী আসেন ভ্যাকসিন নিতে। কিন্তু তারা কোন ভ্যাকসিন পাননি। অহরহ এ ধরনের ঘটনা ঘটলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোন চিকিৎসা।
ফুলপুর উপজেলা হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পতি জানান, উপজেলা লেবেলে কুকুরে কামড়ানোর কোন ভ্যাকসিন সাপ্লাই দেয়া হয় না। মেয়র আমিনুল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, আগে পৌর সভায় দেয়া হতো। বহু বছর ধরে সাপ্লাই বন্ধ। বিষয়টি আমরা জেলা মিটিংয়ে উত্থাপন করলেও কোন কাজ হয়নি। ভ্যাকসিন জেলা থেকেই আনতে হবে।
রূপসী গ্রামের ভুক্তভোগী রাবেয়া আক্তার শান্তি (২২) বলেন, প্রতিটি র্যাবিক্স ভিসির মূল্য ৫শ টাকা করে মোট ৫টি ইনজেকশন নিতে হয়। অথচ জেলা পর্যায়ের রোগীরা তা ফ্রি পেয়ে থাকেন।
গোদারিয়া গ্রামের জালাল উদ্দিন বলেন, এটা মফস্বল এলাকার রোগীদের জন্য এক ধরনের হয়রানি ও অমানবিকতা। ভুক্তভোগীরা উপজেলা পর্যায়ে ভ্যাকসিন সাপ্লাইয়ের দাবি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার