দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির ভূ-গর্ভের অভ্যন্তরে কর্মরত থাকাকালীন মোস্তফা কামাল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯ টার দিকে খনির ভূ-গর্ভে কাজ করার সময় উপর থেকে খসে পড়া পাথরের আঘাতে এ ঘটনা ঘটে।
মৃত মোস্তফা কামাল (৩৩) মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানী লিঃ এর ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাষ্ট কনসোডিয়াম (জিটিসি) এর অধীনে পাথর খনির অভ্যন্তরে স্টোভিং বিভাগের হেলপার মেকানিক ছিল।
মৃত মোস্তফা কামাল দিনাজপুরের পার্বতীপুরের হরিরামপুর ইউপির পূর্ব রসুলপুর গ্রামের ফজলে রহমানের ছেলে। সে মধ্যপাড়া পাথর খনিতে ২০১৪ সালের ডিসেম্বর থেকে কাজ করে আসছিল বলে জানা যায়।
মধ্যপাড়া পাথর খনি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মসলেম উদ্দিন বলেন, নিহত শ্রমিক মোস্তফা কামাল সকাল ৮টায় কাজে যোগ দেয়। কাজ করার সময় সকাল ৯টার দিকে একটি পাথর তার উপরে পড়ে। এতে শ্রমিক মোস্তফা কামাল গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জিটিসি’র মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)এর মহাব্যবস্থাপক জাবেদ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পরই জানা যাবে কিভাবে ঘটনা ঘটেছে। নিহত শ্রমিক মোস্তফা কামালের সকল চিকিৎসার ব্যয়সহ তার পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়া হবে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান