দিনাজপুরের চিরিরবন্দর জাল টাকা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। চিরিরবন্দর উপজেলার ঈসবপুর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আটককৃতরা হলো, চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রাম থেকে মৃত জহিরউদ্দিনের ছেলে মহিরউদ্দিন (৪৫), উপজেলার জোত-রামধনপুর গ্রামের মৃত মহিরউদ্দিনের ছেলে মাহাবুর রহমান (৫০), ঢাকার নারায়নগঞ্জের ফতুল্যার আব্দুল জলিল মোড়লের ছেলে বাহরাইন প্রবাসী মো. শাকিল মোড়ল (৩১)।
চিরিরবন্দর থানার ওসি মো. হারেসুল ইসলাম জানান, রবিবার রাতে গোপন সংবাদের সূত্র ধরে পুলিশ ওই তিনজনকে আটক করে। এসময় পুলিশ জালটাকা তৈরীর সরঞ্জাম ও বাংলাদেশি, বাহরাইন, আমেরিকা ও রোমানের জাল টাকা উদ্ধার করে। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় মামলা হয়েছে। যার মামলা নং-৬।
বিডি প্রতিদিন/এ মজুমদার