বরিশালের গৌরনদীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
সোমবার দুপুরে হামলা ও সংঘর্ষে এবং পুলিশের লাঠিচার্জে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ছাত্রলীগ কর্মী এসএসসি পরীক্ষার্থী সাব্বির ভূঁইয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক সদস্য হাসিব হোসেনের সাথে ওই কলেজের ক্রীড়া সম্পাদক আরিফ মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে কয়েকবার হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সবশেষ কলেজ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আরিফ মিয়ার সমর্থক গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাব্বির ভূঁইয়া সোমবার দুপুরে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করে কলেজ ছাত্র সংসদের সাবেক সদস্য হাসিবের সমর্থক ছাত্রলীগ কর্মী দশম শ্রেণীর ছাত্র ইমন সরদারকে চড় দেয়। তাৎক্ষনিক হাসিব সমর্র্থকরা পাল্টা হামলা চালিয়ে এসএসসি পরীক্ষার্থী সাব্বির ভূঁইয়াকে পিটিয়ে আহত করে।
এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে স্কুল ক্যাম্পাসে এবং বাইরে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। হামলা ও সংঘর্ষে এবং পুলিশের লাঠিচার্জে কলেজ ছাত্রলীগের নেতা আরিফ মিয়া, সাব্বির সেরনিয়াবাত, হৃদয় সরদার, কাজী তুষার, নাঈম খলিফা, টিটু বেপারী, স্কুল ছাত্র সাইফুল, আনান, রবিউল সহ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আহত হয়।
গৌরনদী মডেল থানার ওসি মুনিরুল ইসলাম মুনির জানান, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান