মুন্সীগঞ্জ বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার ফাইনাল খেলার প্রথম ইনিংস শেষে সোমবার দুপুর ২টার দিকে হেলিকপ্টারযোগে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে পৌঁছান তারকা এই ক্রিকেটার। এসময় ক্রিকেট প্রেমী ও মাশরাফি ভক্তদের বাঁধ ভাঙ্গা উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
ফাইনালে টসে হেরে গজারিয়া উপজেলা প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫১ রান সংগ্রহ করেন। জবাবে ১৫২ রানের জয়ের লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর মাঠে নেমে প্রথম ওভারে উইকেট হারিয়ে চাপের মধ্যে পরলেও পরবর্তীতে দলকে সামলে নিয়ে তিন বল বাকি থাকতে জয় তুলে নেয় সদর উপজেলা। তবে এ জন্য তাদের নয় উইকেট পড়ে যায়। এক উইকেটে জয়ী হওয়া মুন্সীগঞ্জ সদর উপজেলার মাসুম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান।
জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. নুরুন্নবী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।
২০১৭ সালের ১৬ ডিসেম্বর জেলার ছয়টি উপজেলার মোট ছয়টি টিম নিয়ে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট।
বিডি প্রতিদিন/০৯ এপ্রিল ২০১৮/এনায়েত করিম