পিরোজপুরের কাউখালী উপজেলায় ৫ম শ্রেণির (১৩) এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে এ অভিযোগে কাউখালী থানায় মামলা হয়েছে।
ছাত্রীর বাবা জানান, গত শনিবার বিকেলে স্থানীয় বখাটে অটোরিক্সা চালক রনি ঘুরতে নেয়ার কথা বলে তার মেয়েকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে রনিসহ তার তিন বন্ধু মিলে রাতভর তার মেয়েকে ধর্ষণ করে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলায় রনিসহ অন্য ধর্ষণকারীরা তার মেয়েকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর ওই ছাত্রী বাড়ি এসে পরিবারে সব জানায়। বিষয়টি ধর্ষণকারীরা স্থানীয়ভাবে মীমাংসার জন্য চাপ প্রয়োগ করতে থাকায় প্রাথমিক পর্যায়ে থানায় অভিযোগ করতে পারেননি ওই ছাত্রীর বাবা।
কাউখালী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে চার জনকে আসামি করে মামলা দায়ের করেছে। ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৮/ফারজানা