প্রথম ক্লাশ শুরুর মাধ্যমে টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।
শিল্পকলা একাডেমির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন, ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক শামছুল হক, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী, শিল্পকলা একাডেমির কার্যকরী সদস্য আল্পনা রানী বর্ধন, নিশিতা হোড়, চন্দনা রানী বর্ধন, শিল্পকলা একাডেমির সঙ্গীত শিক্ষক বিমল কর্মকার, নাচের শিক্ষক মো. সাইফুল ইসলাম, চিত্রাঙ্কন শিক্ষক মো. চান মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ধনবাড়ী শিল্পকলা একাডেমির মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক দ্বারা নাচ, গান, আবৃত্তি ও চিত্রাংকন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিডি প্রতিদিন/০৯ এপ্রিল ২০১৮/এনায়েত করিম