বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। সোমবার বেলা ২টার দিকে উপজেলার পোলেরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৫টি দোকান পুড়ে যায়।
ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম খান ও ইউপি সদস্য মো. হায়দার আলী বেগ জানান, আকস্মিক অগ্নিকাণ্ডে পোলেরহাট বাজারের ৫টি দোকান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন মুদি দোকানী লোকমান শেখ, সোবহান খান, শহিদ খান, পেট্রোল ডিজেল ও মুদি দোকানী অজিয়ার শেখ ও সিরাজুল শেখের বেকারি দোকান।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হায়দার আলী আকন বলেন, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। অগ্নিকাণ্ডে হোটেল, পেট্রোল, মুদি ও চায়ের দোকানসহ টিনসেটের ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৮/ফারজানা