সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তার দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন খাদ্য অধিকার আন্দোলন জেলা কমিটির সভাপতি সুরেশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, আজহারুল ইসলাম, এম এ জলিল, কাজী আশরাফুল হাসান, বেলায়েত হোসেন, আসমা আক্তার মুক্তা, শিপ্রা গোস্বামী, আবদুস সালাম প্রমুখ। মানববন্ধন শেষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন