দু'টি হরিণের চামড়াসহ দিজেন ঘরামী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে সোমবার রাতে তাকে আটক করা হয়। আটক দিজেন ঘরামী উপজেলার চরদুয়ানী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বনমালী ঘরামীর ছেলে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ইমতিয়াজ বলেন, দিজেনের বাড়িতে অভিযান চালিয়ে তার রান্নাঘরে দু’টি হরিণের চামড়া পাওয়ায় তাকে আটক করা হয়। বন বিভাগের পাথরঘাটা সদর বিট কর্মকর্তা হুমাযূন কবির বলেন, আটক দিজেনের বিরুদ্ধে বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার