রাজশাহীর পুঠিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষের হেলপারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুর্ঘটনা কবলিত ট্রাকের হেলপার রাহেনের (২২) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তারাপুর বাজার নামক স্থানে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত ট্রাকপুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) রাকিবুল হাসান জানান, দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ যাত্রীবাহী বাসের অন্তত ৯/১০জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ট্রাকের হেলপার রাহেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন