গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকার চাপায় আমির হোসেন (৫৬) নামে শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হোসেন শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের বিধায় এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি ধনুয়া এলাকার আরএকে সিরামিক্স কারখানায় শাটল অপারেটর পদে কাজ করতেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, আমির হোসেন মোটরসাইকেল যোগে তার কর্মস্থলে যাচ্ছিলেন। একপর্যায়ে জৈনা বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি ইউটার্ন করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এসময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আমির হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার