ময়মনসিংহের ফুলপুরে উপজেলার পশ্চিমাঞ্চলে খুঁটি ভেঙে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার পশ্চিমাঞ্চলে হঠাৎ ঝড় বয়ে যায়। এতে সিংহেশ্বর ইউনিয়নের চাঁনপুর নামক স্থানে পল্লী বিদ্যুতের ৪টি খুঁটি ভেঙে যায়।
বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে চাঁনপুর, সিংহেশ্বর, ভাইটকান্দি, সখল্যা, দেওখালী, খরিয়াপাড়া ও রামভদ্রপুরসহ উপজেলার পশ্চিমাঞ্চল।
এব্যাপারে পল্লী বিদ্যুৎ ময়মনসিংহ-৩ এর ফুলপুর শাখার এজিএম মো. নাজমুল হক তারেকের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অতি দ্রুত লাইন মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার অথবা আগামীকাল সকালের মধ্যেই লাইন মেরামত হয়ে যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার