প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, বন্ধু সুলভ আচরণের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে প্রত্যেক শিক্ষকদের পাঠদান দিতে হবে।
মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুরের ফুলবাড়ীতে সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি অন এডুকেশন এন্ড ইংলিশ লেঙ্গুয়েজ ক্লাব এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকদের উদ্দেশে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রথমিক সহকারী শিক্ষা অফিসার আহসান হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুঁইয়া, অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাবীব, শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রতিমাসের ৩য় এবং ৪র্থ বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলার প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিকভাবে ১জন করে শিক্ষকদের এই ক্লাবে আইসিটি ও ইংরেজি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ইনিষ্টিটিউট বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
বিডিপ্রতিদিন/ ই-জাহান