মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের কোটা বাতিল না করার দাবিতে নেত্রকোনায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার সকাল ১১টায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা ইউনিটের যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক সভাপতি নূরুল আমিন খান, সাবেক আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ শামছুজ্জোহা, আলী আহম্মদ খান আইয়ুব, উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খাইরুল ইসলাম বাবুল, সম্পাদক গাজী মোর্তুজা হোসেন কামাল, নেত্রকোনা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, হাবিবা রহমান শেফালী সহ অন্যান্যরা।
পরে ভবনের সামনে থেকে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে পুনরায় মুুক্তযোদ্ধারা বক্তৃতা করেন।
এসময় তারা কোনো অবস্থাতেই মুক্তিযোদ্ধা কোটা প্রথা বাতিল না করার দাবী জানান। যদি তা বাতিল করা হয় তাহলে কঠোর আন্দোলনের হুমকি দেন নেতৃবৃন্দরা।
বিডিপ্রতিদিন/ ই-জাহান