সিরাজগঞ্জের তাড়াশে ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণে অনিয়মের দায়ে এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ১৪৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ডিলার সাবেক ইউপি সদস্য আলতাব আলী উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসান হাবিব জিতু জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারুহাস ইউনিয়নের ১, ২, ৩ ও ৮, ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডিলার আলতাব আলীর চাল বিতরণের গোদাম ঘরে অভিযান চালানো হয়। এসময় প্রত্যেক বস্তায় ৩ থেকে ৪ কেজি করে চাল কম পাওয়া যায়। ৩০ কেজির বস্তায় চাল পাওয়া যায় ২৬ থেকে ২৭ কেজি। হত দরিদ্র কার্ডধারীদের মাঝে বিতরণকৃত চালের বস্তা ওজন করেও অনুরুপ অনিয়ম ধরা পড়ে। এ জন্য তাৎক্ষণিক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবিতারণকৃত ১৪৪ বস্তা চাল জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। চাল বিতরণের গোদাম ঘরটিও ছিলগালা করা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/এনায়েত করিম