বগুড়া শহরের জহুরুল নগরের ঠেলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯টি ককটেল উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৪) সদস্যরা। সোমবার রাত আড়াইটার দিকে জহুরুল নগরের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাইম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে কালো টেপ দিয়ে মোড়ানো ৭টি বড় ও ৩টি ছোট, লাল টেপ দিয়ে মোড়ানো ২টি বড় ও ৩টি ছোট ককটেল এবং লাল-কালো টেপ দিয়ে মোড়ানো ৪টি বড় সহ মোট ১৯টি ককটেল মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার এস.এম.শফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে বগুড়া সদর থানায় জিডি করে ককটেলগুলো হস্তান্তর করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে ককটেল গুলো মজুদ করা হয়েছিল। পুলিশের অবস্থান টের পেয়ে কেউ ওইখানে ফেলে দিয়েছে।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/হিমেল