গরু খামারীদের অধিক লাভের আশায় অসদুপায় অবলম্বন না করার আহ্বান জানিয়ে প্রথমবারের মত দিনাজপুরে অনুষ্ঠিত হলো ষাঁড় প্রদর্শনী ও প্রতিযোগিতা। মঙ্গলবার উথরাইল ইউনিয়নের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক খামারীর ষাঁড় এ প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নেয়।
দিনাজপুর সদর উপজেলার উথরাইল ইউনিয়নের গোদাগাড়ি কলেজ মাঠ প্রাঙ্গনে এসিআই গোদরেজ’র আয়োজনে দিনব্যাপী এ ষাঁড় প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উথরাইল ইউপি চেয়ারম্যান ইমদাদ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম। এসময় বিশেষ অতিথি ছিলেন- এডিএলও ডা. আশিকা আকবর, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কাজী মাহাবুবুর রহমান ও ভেটেনারী সার্জন এমএ জলিল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- এসিআই গোদরেজের স্থানীয় পরিবেশক মো. বেলাল হোসেন, গরু রিস্টপুস্টকরণের নেচারাল ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার সম্পর্কে গরু খামারীদের উদ্দেশ্যে ধারণা উপস্থাপন করে পরামর্শমূলক বক্তব্য উপস্থাপন করেন এসিআই গোদরেজের নর্থ বেঙ্গল ক্যাটেলের টিম লিডার ডা. সোহেল রানা।
ষাঁড় প্রদর্শনী পরিদর্শন শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মাঝে এলইডি টিভি, স্ট্যান্ড ফ্যান, অ্যান্ড্রুয়েড মোবাইল ফোন, ডিনার সেটসহ বিভিন্ন পুরস্কার বিতরন করেন।
এ ব্যাপারে প্রধান অতিথি প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শাহিনুর আলম বলেন, নির্বোধ অসহায় প্রাণীগুলোর খাবার যেন শতভাগ ভোজালমুক্ত হয় সেদিকে প্রত্যেকের নজর রাখা জরুরি। মানুষের প্রয়োজন মেটাতে উৎপাদিত গো-মাংস যেন নিরাপদ ও ভেজালমুক্ত হয় সেজন্যে সকলের সহযোগিতা প্রয়োজন। মানুষের নিরাপদ খাদ্যের জন্যে গো-খাদ্যের নিরাপদ হওয়া উচিৎ।
অপরদিকে, তিনি বিদেশি আমদানি নয়, দেশে গো-মাংসের চাহিদাপূরণ ও মাংসের দাম নাগালের মধ্যে রাখতে গো-খাদ্য উৎপাদনকারী এসিআই গোদরেজের উৎপাদিত গো-খাদ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/এনায়েত করিম