বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, শিক্ষিত বেকারদের কোটা বৈষম্যের যৌক্তিক আন্দোলনের ২য় দিনেই সরকার বিষয়টি হস্তক্ষেপ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিগগিরই এ সমস্যা নিরসনে শান্তিপূর্ণ ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার বিরল উপজেলা পরিষদ মিলানায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এ কোটা বৈষম্য আন্দোলন নিরসনে সরকার যখন আন্তরিক, ঠিক সেই সময় একদল মুখোশধারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি’র বাস ভবনে ইতিহাসের জঘন্যতম সন্ত্রাসী হামলা চালিয়েছে। যারা এ বর্বচিত ঘটনা ঘটিয়েছে তারা দেশ ও জাতির শত্রু।
তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি, কৃষি ভূতুর্কি-প্রমোদনা, কৃষি যন্ত্রপাতি, সার-বীজ, বয়স্কভাতা, বিধাব ভাতা, মাতৃকালিন ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। শুধু তাই নয় ১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। শেখ হাসিনার সরকার জনবান্ধব এবং উন্নয়নের সরকার। আমাদের উন্নত রাষ্ট্রের নাগরিক হিসাবে পরিচয় দিতে চাইলে শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে।
বিরল ইউএনও এবিএম রওশন কবীরের সভাপতিত্বে এবং কৃষি অফিসার আশরাফুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর খামার বাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ তৌহিদুল ইকবাল, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ, বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম, আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু এবং সহ-সভাপতি ও বিরল পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিরল উপজেলার ২৮৫ জন কৃষকের মাঝে মাথাপিছু ইউরিয়া সার ২০ কেজি, টিএসপি ও এমওপি ১০ কেজি এবং নেরিকা নিউ ১০, ব্রী-৪২, ব্রী-৪৮ এবং বিআর-২৬ জাতের ধান বীজ ৫ কেজিসহ নগদ অর্থ বিনামূল্যে বিতরণ করেন।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/হিমেল