বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ইসলামসহ সকল ধর্মেই জঙ্গি-সন্ত্রাস ও মাদক নিষিদ্ধ। বিএনপি-জামায়াত ইসলামের কথা বললেও তারা আন্দোলনের নামে জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। তারা জঙ্গি-সন্ত্রাসীদের লালন পালন করে। অপরদিকে, আওয়ামী লীগ সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে। সারাদেশের সকল উপজেলায় সরকারি খরচে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জঙ্গি-সন্ত্রাস ও মাদক নির্মূল করতে হবে।
তিনি মঙ্গলবার দুপুরে শিশু একাডেমী মাঠে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদের প্রশিক্ষণ এবং সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে আলেম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক সামীম মোহাম্মদ আফজাল, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তানভির হাসান প্রমুখ।
অনুষ্ঠানে আলেম ওলামাসহ সকল পেশার প্রতিনিধিবৃন্দ উপস্তিত ছিলেন।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/হিমেল