সরকারি চাকরির ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বহাল রাখার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ। মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা, পৌর কাউন্সিলর ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার প্রমুখ নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা কোটা পদ্ধতি বহাল রাখার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/হিমেল