নাটোরের লালপুরে অতিরিক্ত মদপান করে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আলাল উদ্দিন(৩০)।
সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে উপজেলার পালোহারা ভবানীপুর গ্রামের জাহির উদ্দিনের ছেলে। পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আলাল উদ্দিন অতিরিক্ত মদ পান করে অসুস্থ্য হলে সোমবার সকালে লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু ডাক্তারের দেওয়া প্রেসক্রিপসনের ওষুধ কেনার সামর্থ্য না থাকায় তাকে বাড়িতে আনা হয়। পরে সোমবার রাতে তার মৃত্যু হয়।
বিডিপ্রতিদিন/ ই-জাহান