নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়নের মসজিদ পাড়া এলাকায় পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র সাজিল আহম্মেদ (১৩) চুরির অপবাদ সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে। মাত্র দুই হাজার টাকা চুরির অপবাদ দিয়ে সোমবার রাতে তাকে প্রতিবেশী নাজমুল হোসেনের স্ত্রী গৃহবধূ মিতা বেগম মারধোর করে। পরে রাত ১০টার দিকে সে বাড়িতে ফিরে সকলের অগোচরে ঘাসনাশক বিষ খেয়ে আত্মহত্যা করে।
নিহত সাজিল নগর গ্রামের কুটু মন্ডলের ছেলে ও নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সাজিলের মৃত্যুর পর অভিযুক্ত মিতা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে।
বড়াইগ্রাম থানার এসআই মামুন জানান, প্রতিবেশী নজরুল ইসলামের বাড়িতে গেলে তাকে চোর অপবাদ দিয়ে আটকে রেখে বেধড়ক মারপিট করে। পরে স্বজনেরা গিয়ে তাকে নিয়ে আসে। কিন্তু সাজিল হোসেন এ অপবাদ সইতে না পেরে বিষপান করে আত্মহত্যা করে। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/হিমেল